Skip to main content

10 Must Read Beginner Books For Every Muslimah

Which 10 books must be the beginner books for every Muslimah (more specifically newly guided to Deen by Allah's immense mercy) ?


আজকে অনেক প্রকাশনীর year end offer শেষ হওয়ার আগে ভাবলাম পোস্টটা করি। যার দরকার তার সামনে যেন পড়ে আল্লাহর ইচ্ছায়।


দ্বীনে ফেরার পর মেয়েদের জন্য এটা tough যে direct কোনো আলেমার supervision এ যাওয়া বা সোহবত পাওয়া। তাছাড়া দ্বীনে ফেরার আগে এই শিক্ষা কারিকুলাম, মিডিয়া একটা মানুষের চিন্তাজগতে already একটা shape প্রায় দিয়ে দেয়। আর বলা লাগে না যে সেটা অনেক কু ফ রী, শি রকি concept দিয়ে ভরা থাকে। তাই ইসলামে আমরা পুরোপুরি ঢুকতে পারি না। ফয়সালার সময় আল্লাহর বিধান ও রাসূল ﷺ এর আদেশ-নিষেধ সামনে আসলে বলতে পারি না যে "আমরা শুনলাম ও মানলাম"। কারণ system damage has already been done  by the surroundings and materials. 


তো এইসব concept debunk করা must। নাহলে ইসলামকে নিজের মতো করে represent করা ও মানার প্রবণতা থেকে আমরা মুক্তি পাবো না। কারণ মানুষ হয় আল্লাহ সুবহানাহু তায়ালাকে ইলাহ মানতে পারে deep down in his/her heart or অন্য যেকোনো কিছুকে। 


আচ্ছা তো লিস্টটা আমি পুরোটায় chronologically সাজিয়েছি আমার বুঝ অনুযায়ী। আল্লাহ যেন এই কাজটা কবুল করেন। আমিন। কারণ we need to rectify our sisters' mindset specially because in future they will be the mothers reshaping a whole nation. 


List:


১-২. হিউম্যান বিয়িং (শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব) / চিন্তাপরাধ: এই starting টা আসলে ছেলেমেয়ে সবার জন্যই। দ্বীনে আসার পর আগে আমাদের narrative ঠিক করতে হবে। নাহলে কুরআনকে আমরা কুরআনের আলোয় না দেখে, দেখব or judge করব secularist way তে। 

দুইটা বইয়ের যেকোনো একটাকে first বানাবেন then আরেকটাকে second। খুবই hard এই দুটো থেকে আপনাকে একটা pick করে বলব, ঐটার আগে এইটা। So দুইটায় must for any muslim (I do mean the word Muslilm)।

 চিন্তাপরাধ বইটা হাতের কাছে না থাকায় ছবিতে দিতে পারলাম না।


৩. মানসাঙ্ক :  বোনেরা এই বইটা বাদ দিবেন না। একদমই না।


৪. ডাবল স্ট্যান্ডার্ড ২.০: এই বইটা শেষ করে চাইলে non reader বোনেরা থামতে পারেন (highly discouraging that)।  But যাই করেন না কেন, আপনি যদি non reader ও হোন, still I'll urge you to read these 4 books. MUST!


৫. জীবন যদি হতো নারী সাহাবির মতো (সমকালীন প্রকাশন)


৬. ইউনিভার্সিটির ক্যান্টিনে


৭. পর্দা গাইডলাইন 


৮. মুহস্বানাত


৯. ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিন তরুণী 


১০. কখনো ঝরে যেও না

Comments

Popular posts from this blog

সাজিয়ে ফেলুন জিলহজ্জের প্রথম দশদিন

  সাজিয়ে ফেলুন  জিলহজ্জের প্রথম দশদিন Plan your first decade of Dhul Hijjah #Spiritual  দেখতে দেখতে চলে আসছে জিলহজ্জ্ব মাস। চাঁদ দেখার উপর নির্ভর করে এই মাস জুনের ৭ নাকি ৮ তারিখে শুরু হতে যাচ্ছে। জিলহজ্জ্ব বা যুল হিজ্জার প্রথম দশদিনের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে কুর'আন ও হাদিসের বহু জায়গায় বলা হয়েছে। এই দশ দিনের মর্যাদা খুব ছোট করে উল্লেখ করছি। জিলহজ্জ্ব মাসের প্রথম দশ দিনের মর্যাদা: সুরা আল-ফাজরের শুরুতেই আল্লাহ তা'য়ালা দশ রাতের কসম খেয়ে বলেছেন, কসম ভোরবেলার, কসম দশ রাতের। (সুরা ফাজর, আয়াত ১,২) ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু, কাতাদা ও মুজাহিদ প্রমুখ তাফসিরবিদদের মতে, এই দশ রাত বলতে জিলহজ্জ্ব মাসের প্রথম দশদিন বোঝানো হয়েছে।  হাদিসের ভাষায় এই দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। হাদিসে এসেছে, এদিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোন দিন নেক আমল করা আল্লাহর নিকট এত উত্তম নয়, অর্থাৎ জিলহজের দশ দিন। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও ...

বই রিভিউ #০১: সংশয়বাদী

  বই রিভিউ #০১ বই:সংশয়বাদী লেখক: ড্যানিয়েল হাকিকাতযু    বই: সংশয়বাদী লেখক: ড্যানিয়েল হাকিকাতযু অনুবাদ: আসিফ আদনান প্রকাশনী: ইলমহাউজ পাবলিকেশন পৃষ্ঠা: ২৬৫ আজকের দিনে আমাদের চারপাশে দেখলে দেখব বিভিন্ন মত, আদর্শের (ideology) র জগাখিচুড়ি। এতোশত "Ism" যে গুণে শেষ করা দায়। Ism এর লেজ লাগানো শব্দগুলো কিন্তু আবার খুব eye catching। যেমন Feminism, Liberism, Harm principle, Nihilism, Modernity ইত্যাদি ইত্যাদি। আমরা কেবল এইসব চটকদার শব্দের উপরের মোড়ক দেখে ভাসাভাসা বুঝে স্রোতের সাথে গা ভাসিয়ে হয়ে যায় এইসব মতাদর্শী। আর এই প্রত্যেকটা মতই একেকটা ideology নিয়ে ঘুরে। পুরো একটা দর্শন, একটা worldview দেয়। কিন্তু আমরা ভাবি এইগুলো কেবল কিছু "ভালো" আদর্শ। মামুলি ব্যাপার!   প্রতিটা "ism" যেহেতু একেকটা worldview দেয় আর ওদিকে ইসলাম একটা পরিপূর্ণ দ্বীন বা worldview, তাই ইসলামের সাথে এইসব "ism" এরই দ্বন্দ্ব বাঁধে। কারণ "ism" গুলোকে যতোই নিদেনপক্ষে নিরীহ লাগুক না কেন, আসলে সেগুলো পুরো দুনিয়ার প্রতিটা মানুষের মেনে নেওয়ার দাবি করে। এদিকে জীবনের প্রতিটা ছোট-বড় কাজ, রা...

বই রিভিউ #২৮: নারী সাহাবিদের জীবনাদর্শ

বই রিভিউ #২৮ বই: নারী সাহাবিদের জীবনাদর্শ  লেখক:  মাওলানা আবদুস সালাম নদভি রহ,                   সাইয়েদ সুলাইমান নদভি রহ বইঃ নারী সাহাবিদের জীবনাদর্শ  লেখকঃ মাওলানা আবদুস সালাম নদভি রহ,                সাইয়েদ সুলাইমান নদভি রহ প্রকাশনীঃ ইত্তিহাদ পাবলিকেশন পৃষ্ঠাসংখ্যাঃ ১৪৪ মুদ্রিত মূল্যঃ ২৮০ টাকা  পুরুষ সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহুমদের নিয়ে কতশত বই। তাঁদের জীবন থেকে উৎসারিত আদর্শ নিয়ে লেখা কত রচনা আছে, কতো বয়ান আছে। এসবের মাঝে এক কোমল নারীমন নিশ্চয় খোঁজে নারী সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহুন্নাদের নির্মল,শুভ্রতার গল্প শুনতে? বই সম্পর্কেঃ  উসওয়ায়ে সাহাবার মতো বই লেখার পর মাওলানা আবদুস সালাম নদভি রহ নারী সাহাবিদের জীবনগাঁথা নিয়ে স্বতন্ত্র এক বই লেখেন। সেই বইই আমাদের হাতে অনুবাদ করে তুলে দিয়েছে ইত্তিহাদ পাবলিকেশন "নারী সাহাবিদের জীবনাদর্শ" শিরোনামে। দূরদর্শী দুই লেখক বিংশ শতাব্দী অর্থাৎ একশ বছর আগেই নারী সমাজে অমুসলিমদের হস্তক্ষেপে ইসলামের শিক্ষার শিকড় থেকে ছিটকে যাওয়ার প্রবণতা লক্ষ্য ...