Skip to main content

বই রিভিউ #১৮: সূরা কাহফের আলোকে মুক্তির মশাল

 


বই রিভিউ #১৮

বই: সূরা কাহফের আলোকে
মুক্তির মশাল 

লেখক: ড. খালিদ আবু শাদী


#book_review

  • বইঃ সূরা কাহফের আলোকে মুক্তির মশাল
  • লেখকঃ ড খালিদ আবু শাদী
  • প্রকাশনীঃ সন্দীপন প্রকাশন
  • পৃষ্ঠাসংখ্যাঃ ১৩৫

প্রাককথনঃ

“যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে এটি তার জন্য দুই জুমার মধ্যবর্তী (সময়) নূরে আলোকিত করে দিবে।”

[মুসতাদরাকে হাকেম (২/৩৯৯) ও বাইহাকী (৩/২৪৯)]

জুম্মার দিনে বা শুক্রবারে একজন মুসলিমের কর্তব্য থাকে মাগরিবের আগেই সুরা কাহফ পড়ে নেওয়া। এটা হবে তার জন্য নুর পরের শুক্রবার অবধি। তাকে দেওয়া হবে আখিরাতে মর্যাদা। আবার সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্ত থাকলে বলা হয়েছে যে সে মিথ্যা মাসীহ দাজ্জালের পরীক্ষা বা ফিতনা থেকে মুক্তি পাবে।

রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল কাহাফ-এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে।

সহীহ : মুসলিম ৮০৯, আবূ দাঊদ ৪৩২৩, তিরমিযী ২৮৮৬

এই হাদিসগুলোর ব্যাপারে অবগত হওয়ার পর কখনো কি জানতে ইচ্ছে হয়নি যে কি এমন আছে এই এক সুরায় যে প্রতি সপ্তাহান্তে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে? কি এমন গূঢ়রহস্য আছে?

বই সম্পর্কেঃ

বিখ্যাত মিশরীয় লেখক ড খালিদ আবু শাদীর লেখা "আনওয়ারুন নাজাতি ফি সূরাতিল কাহফি" বইয়ের অনুবাদ করে সন্দীপন প্রকাশন বাঙালি পাঠকসমাজকে উপহার দিয়েছে "সূরা কাহফের আলোকে মুক্তির মশাল"

সুরা কাহফ এক বিরাট তাৎপর্যপূর্ণ সুরা। যা সপ্তাহান্তে তিলওয়াত করা ও প্রথম দশ আয়াত মুখস্তের উপর বিভিন্ন কারণে জোর দেওয়া হয়েছে ইসলামে। তাই বোঝায় যায়, এই সুরা যেন কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছে। যা মিলে গেলেই কেল্লাফতে!

যুগ যুগ ধরে মানুষ জীবনে চার ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছে। দুনিয়ায় জান্নাতের পাথেয় সংগ্রহের পথে এই চার প্রতিবন্ধক হলোঃ

  • দ্বীনের ফিতনা বা পরীক্ষাঃ এই পরীক্ষায় পড়েছিল সেই গুহার যুবকেরা বা আসহাবে কাহফের যুবকদল।
  • সম্পদের ফিতনাঃ দুইজন বাগান মালিকের সম্পদ নিয়ে কথোপকথনে যা উঠে এসেছে।
  • ইলম বা জ্ঞানের ফিতনাঃ যখন মুসা আলাইহিস সালাম ভেবেছিলেন তিনিই তাঁর যুগের সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ তায়ালা তাঁকে আদেশ দেন খিযির আলাইহিস সালামের কাছে যেতে। এক সমুদ্র অভিযানের পর মুসা আলাইহিস সালাম তাঁর সঙ্গী ইউশা ইবন নুন আলাইহিস সালামকে নিয়ে সেখানে পৌঁছান। খিযির আলাইহিস সালামের সাথে চলতে চলতে মুসা আলাইহিস সালামের চলে জ্ঞানের পরীক্ষা।
  • ক্ষমতার ফিতনাঃ ইতিহাস বলে, সমগ্র পৃথিবীকে শাসন করেছে চারজন বাদশাহ। তাঁদের মধ্যে একজন হলেন জুলকারনাইন। পৃথিবী ভ্রমণে তাঁর অভিজ্ঞতা ও ইয়াজুজ-মা'জুজ এর অত্যাচার থেকে এক সম্প্রদায়কে বাঁচানোর ইতিহাস এসেছে সুরার শেষাংশে।

কুর'আন ইতিহাসের বই নয়।"সুরা কাহফের আলোকে মুক্তির মশাল" বইয়ে জ্ঞানে বিদগ্ধ লেখক এই সুরার আয়াতের ভিতরের মুক্তোরাশি উঠিয়ে এনে তুলে ধরেছেন পাঠকসমাজের সামনে।

প্রতিটি ফিতনার অংশের আলোচনা হয়েছে তিনভাগে। প্রথম ভাগে কুর'আন থেকে হুবুহু ঐ অংশের উল্লেখ এসেছে। এসেছে তার অর্থ। তারপর প্রাসঙ্গিক আলোচনা। চারটি ফিতনার ইতিহাসের আলোচনা এসেছে তাফসির, ইতিহাস ও আরবি ভাষাশাস্ত্রের ভিত্তিতে। এভাবেই বইটা হয়ে উঠেছে এক গাইড বুক এই জামানার মানুষের জন্য, যেন তারা দ্বীনের পথে আসা বড় চার প্রতিবন্ধককে কিভাবে মোকাবেলা করে জয়ী হতে হয়, সেই দিকনির্দেশনা পায়। অবশ্যই কুর'আনেই তা বলা আছে। সেটাকেই আরো খণ্ডায়ণ করেছে লেখক এই বইয়ে।

শুধু তাই নয়। বইকে ব্যতিক্রমী বৈশিষ্ট্য দিয়েছে আলোচনার শেষে আলাদাভাবে আসা উক্ত ফিতনায় করণীয়-বর্জনীয় অংশ। এভাবে বইটা হয়ে উঠেছে এক প্রাঞ্জল ও অনবদ্য রচনা।

পাঠ্যানুভূতিঃ

আমাদের এই সময় থেকে কেবল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় থেকে সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহুমেরা দাজ্জালের ভয় পেতেন। আর আমাদের এই পচন ধরা সমাজে বসবাসের সময় তো প্রায় প্রতিটি সচেতন মুসলিমের মাথায় ঘোরে, "এটায় কি তাহলে শেষ জামানা?"

এই ভয়টা থাকা উচিত। কারণ Precaution is better than cure। সুরা কাহফে সব সমাধান আছে জানার পর থেকে ইচ্ছা ছিল বিশদভাবে আলোচনা হয়েছে এই সুরার এমন কোনো বই পড়ার। আলহামদুলিল্লাহ, ওয়াফিলাইফের সাইট খুঁজে এই রত্ন পেয়ে যাই।

বইটা এতোটা প্রাসঙ্গিক লেগেছে যে বলে বোঝাতে পারব না আমি। মাশা আল্লাহ। আসহাবে কাহফের যুবকেরা যেন আমার কতো চেনা।কারণ বর্তমানেও সমাজ এমন ভাবে অশ্লীলতা ও পচনের দিকে যাচ্ছে যে দ্বীন নিয়ে বাঁচতে চাওয়া মানুষ পেরেশান। এই সময়ে সমাধান এসেছে সেই গুহার যুবকদের জীবন থেকে। কুর'আনে বর্ণিত ঘটনার বিশদ আলোচনা পড়ে যেকোনো সচেতন মুসলিম এই ফিতনার দিনে নির্জনবাসের ধারণা পাবে। সাথে পাবে এই ফিতনা থেকে রেহাই পাওয়ার পথের সন্ধান ইংশা আল্লাহ। তাই সব্বাইকে বলব, এই বইটা পড়ুন।

সম্পদ এক পরীক্ষা, এটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। সেই পরীক্ষায় পতিত দুই ব্যক্তির ঘটনা,তারপরে ইলমের পরীক্ষায় পড়ে মুসা আলাইহিস সালামের অভিযানে বেরিয়ে পড়া, যুলকারনাইনের নিষ্ঠাবান শাসন-সবকিছুই শিক্ষণীয়। কিন্তু গাইড বই যেমন অনেক প্রশ্নের উত্তর লিখে রাখে, তেমন আমাদের যাদের আরবি ভাষাশাস্ত্র, তাফসিরে তেমন একটা দখল নেই, তাদের জন্য কুর'আনের সুরা কাহফ বোঝার সহায়িকা হলো এই বই। এমনিও কুর'আন নিয়ে চিন্তার উপায়ই হলো শানে নুযুল (আয়াত অবতীর্ণ হওয়ার ইতিহাস), তাফসির (ব্যাখ্যা) পড়ে ভাবনায় ডুবে যাওয়া।

সব মলিয়ে বইটা একটা "মাস্টরিড"। এই বই নিয়ে লিখতে থাকলে আর শেষ হবে না। তাই এখানেই থামছি।


Comments

Popular posts from this blog

সাজিয়ে ফেলুন জিলহজ্জের প্রথম দশদিন

  সাজিয়ে ফেলুন  জিলহজ্জের প্রথম দশদিন Plan your first decade of Dhul Hijjah #Spiritual  দেখতে দেখতে চলে আসছে জিলহজ্জ্ব মাস। চাঁদ দেখার উপর নির্ভর করে এই মাস জুনের ৭ নাকি ৮ তারিখে শুরু হতে যাচ্ছে। জিলহজ্জ্ব বা যুল হিজ্জার প্রথম দশদিনের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে কুর'আন ও হাদিসের বহু জায়গায় বলা হয়েছে। এই দশ দিনের মর্যাদা খুব ছোট করে উল্লেখ করছি। জিলহজ্জ্ব মাসের প্রথম দশ দিনের মর্যাদা: সুরা আল-ফাজরের শুরুতেই আল্লাহ তা'য়ালা দশ রাতের কসম খেয়ে বলেছেন, কসম ভোরবেলার, কসম দশ রাতের। (সুরা ফাজর, আয়াত ১,২) ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু, কাতাদা ও মুজাহিদ প্রমুখ তাফসিরবিদদের মতে, এই দশ রাত বলতে জিলহজ্জ্ব মাসের প্রথম দশদিন বোঝানো হয়েছে।  হাদিসের ভাষায় এই দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। হাদিসে এসেছে, এদিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোন দিন নেক আমল করা আল্লাহর নিকট এত উত্তম নয়, অর্থাৎ জিলহজের দশ দিন। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও ...

বই রিভিউ #০১: সংশয়বাদী

  বই রিভিউ #০১ বই:সংশয়বাদী লেখক: ড্যানিয়েল হাকিকাতযু    বই: সংশয়বাদী লেখক: ড্যানিয়েল হাকিকাতযু অনুবাদ: আসিফ আদনান প্রকাশনী: ইলমহাউজ পাবলিকেশন পৃষ্ঠা: ২৬৫ আজকের দিনে আমাদের চারপাশে দেখলে দেখব বিভিন্ন মত, আদর্শের (ideology) র জগাখিচুড়ি। এতোশত "Ism" যে গুণে শেষ করা দায়। Ism এর লেজ লাগানো শব্দগুলো কিন্তু আবার খুব eye catching। যেমন Feminism, Liberism, Harm principle, Nihilism, Modernity ইত্যাদি ইত্যাদি। আমরা কেবল এইসব চটকদার শব্দের উপরের মোড়ক দেখে ভাসাভাসা বুঝে স্রোতের সাথে গা ভাসিয়ে হয়ে যায় এইসব মতাদর্শী। আর এই প্রত্যেকটা মতই একেকটা ideology নিয়ে ঘুরে। পুরো একটা দর্শন, একটা worldview দেয়। কিন্তু আমরা ভাবি এইগুলো কেবল কিছু "ভালো" আদর্শ। মামুলি ব্যাপার!   প্রতিটা "ism" যেহেতু একেকটা worldview দেয় আর ওদিকে ইসলাম একটা পরিপূর্ণ দ্বীন বা worldview, তাই ইসলামের সাথে এইসব "ism" এরই দ্বন্দ্ব বাঁধে। কারণ "ism" গুলোকে যতোই নিদেনপক্ষে নিরীহ লাগুক না কেন, আসলে সেগুলো পুরো দুনিয়ার প্রতিটা মানুষের মেনে নেওয়ার দাবি করে। এদিকে জীবনের প্রতিটা ছোট-বড় কাজ, রা...

বই রিভিউ #২৮: নারী সাহাবিদের জীবনাদর্শ

বই রিভিউ #২৮ বই: নারী সাহাবিদের জীবনাদর্শ  লেখক:  মাওলানা আবদুস সালাম নদভি রহ,                   সাইয়েদ সুলাইমান নদভি রহ বইঃ নারী সাহাবিদের জীবনাদর্শ  লেখকঃ মাওলানা আবদুস সালাম নদভি রহ,                সাইয়েদ সুলাইমান নদভি রহ প্রকাশনীঃ ইত্তিহাদ পাবলিকেশন পৃষ্ঠাসংখ্যাঃ ১৪৪ মুদ্রিত মূল্যঃ ২৮০ টাকা  পুরুষ সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহুমদের নিয়ে কতশত বই। তাঁদের জীবন থেকে উৎসারিত আদর্শ নিয়ে লেখা কত রচনা আছে, কতো বয়ান আছে। এসবের মাঝে এক কোমল নারীমন নিশ্চয় খোঁজে নারী সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহুন্নাদের নির্মল,শুভ্রতার গল্প শুনতে? বই সম্পর্কেঃ  উসওয়ায়ে সাহাবার মতো বই লেখার পর মাওলানা আবদুস সালাম নদভি রহ নারী সাহাবিদের জীবনগাঁথা নিয়ে স্বতন্ত্র এক বই লেখেন। সেই বইই আমাদের হাতে অনুবাদ করে তুলে দিয়েছে ইত্তিহাদ পাবলিকেশন "নারী সাহাবিদের জীবনাদর্শ" শিরোনামে। দূরদর্শী দুই লেখক বিংশ শতাব্দী অর্থাৎ একশ বছর আগেই নারী সমাজে অমুসলিমদের হস্তক্ষেপে ইসলামের শিক্ষার শিকড় থেকে ছিটকে যাওয়ার প্রবণতা লক্ষ্য ...