Skip to main content

বই রিভিউ #১৩: পাইন বনের যোদ্ধা

 


বই রিভিউ #১৩

বই: পাইন বনের যোদ্ধা

লেখক: ইমরান রাইহান


বইঃ পাইন বনের যোদ্ধা
লেখকঃ ইমরান রাইহান
প্রকাশকঃ সঞ্চালন প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যাঃ ১৪৪

ইউরোপের পোপ হিসেবে নির্বাচিত হয় দ্বিতীয় আরবান। দায়িত্ব পেয়েই তিনি মন দেন তাঁর বহুদিনের পরিকল্পনা বাস্তবায়নে। মুসলিমদের থেকে ছিনিয়ে নিতে হবে বায়তুল মাকসিদ। কিন্তু এই ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে তিনি হাতিয়ার বানান ইউরোপবাসীর ধর্মীয় আবেগকে। হাজারো মিথ্যার আশ্রয় নিয়ে ফ্রান্সে এক বিরাট সমাবেশে সর্বস্তরের খ্রিস্টানদের ক্ষেপিয়ে দেয় জেরুজালেমের মুসলিমদের ও সব মুসলিমদের বিরুদ্ধে। সবাইকে দেখায় অঢেল জমিজমার এবং পোপের স্বাক্ষরিত স্বর্গের প্রতিশ্রুতিপত্র পাওয়াড় লোভ। জনগণ ফুঁসে ওঠে। এভাবেই প্রজ্জ্বলিত হলো প্রথম ক্রুসেডের আগুন ইউরোপবাসীর অন্তরে। যাকে বলে ধর্মযুদ্ধ।

পিটার দ্য হারমিট শুরু করে পুরো ইউরোপ ঘুরে ঘুরে লোকবল জড়ো করা। দলে ছিল কৃষক শ্রেণীর গ্রামের সাদাসিধে লোকজন। যাদের স্বপ্নে ছিল এক দেশ যার নাম জেরুজালেম। সে দেশ সবুজ, শস্য-শ্যামলে ভরপুর, যেখানে গেলে ঘুচবে দারিদ্র্য। আর মারা পড়লে পাওয়া যাবে স্বর্গ। ওয়াল্টার নামের আরেকজন যাজকও এভাবে বাহিনী তৈরি করে। কিন্তু কেউ প্রশিক্ষিত যোদ্ধা নয়। তাই প্রথমবার কিলিজ আরসালানের রাজধানী নিকিয়া আক্রমণে পরাজয় বরণ করতে হয়।

সেলজুক সুলতান কিলিজ আরসালানের রাজধানী নিকিয়ায় হামলা করে ক্রুসেডাররা এক পাইন বন পার হয়ে। প্রথম আক্রমণের পথে এই পাইন বন থেকে আসার কথা সামনে রেখে বইয়ের নাম হয়েছে "পাইন বনের যোদ্ধা"।

এবার সময় নিয়ে পোপ দ্বিতীয় আরবানের আদেশ মতো প্রশিক্ষণ দেওয়া হলো। এই প্রশিক্ষিত বাহিনী আর আগের মতো নয়। এগিয়ে যাচ্ছে তারা নিকিয়ার দিকে। ওদিকে কিলিজ আরসালান আছে রাজধানী থেকে ৯০০ কিমি দূরে। গাজি বিন দানিশমন্দের সাথে ঝামেলা তিনি মেটানোর জন্য গিয়েছেন। এখন রাজধানী কি হবে সুলতান ও তাঁর বাহিনী ব্যতীত? ক্রুসেডারদের আক্রমণে কি পতন হয়েছিল নিকিয়ার? ফলে পরিষ্কার হয়ে যায় জেরুজালেমে যাওয়ার পথ? সামনে এশিয়া মাইনর দিয়ে ঢুকতে হবে জেরুজালেমের দিকে।

এদিকে মুসলিম শাসকরা জড়িয়ে আছেন পারস্পারিক দ্বন্দ্বে। এই দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব। এদিকে ধেয়ে আসছে ক্রুসেডাররা। যেই শহরের পতন ঘটাচ্ছে, সেখানে চালাচ্ছে গণহত্যা। মুসলিমদের রক্তে ডুবে যাচ্ছে ক্রুসেডারদের ঘোড়ার হাঁটু। এই সঙ্গীন মূহুর্তে কি পবিত্র কালেমার পতাকা তলে এক হবে না মুসলিম শাসকেরা? কি হবে জেরুজালেমের ভবিষ্যৎ? হবে না। কি হয়েছিল প্রথম ক্রুসেডের পরিণতি?

মুসলিমদের আশার নিভু নিভু প্রদীপের আলো বাড়াতে এসেছেন এক বীর। নাম তার মাওদুদ বিন তুনিতকিন। ছিনিয়ে আনতে পারবেন কি মুসলিমদের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো ক্রুসেডারদের থাবা থেকে? এইসব প্রশ্নের উত্তর জানতে পড়ে ফেলুন চমৎকার এই বই "পাইন বনের যোদ্ধা"।

পাঠ্যানুভূতিঃ


আরো আট-দশজন মুসলমানের মতো আমিও জানতাম না যে খোলাফায়ে রাশেদিনের আমলের পর এই বর্তমানে আসার পথে ইসলামি ইতিহাসে ক্রুসেড নামের কোনো গুরুত্বপুর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল। তারপর একদিন যখন জানতে পারি, তারপর থেকেই প্রবল ইচ্ছে ছিল ক্রুসেড নিয়ে পড়ার, জানার। "পাইন বনের যোদ্ধা" বইটার নাম অনেকবার শুনেছিলাম। তাই রিভিউ চেক করে বুঝে গেলাম আমার তো এই বইটাই চাই। তারপর আরকি কিনে পড়ে ফেললাম।

বইটার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, যদিও বইটা নন-ফিকশন জনরার তবে এটা লেখা হয়েছে ফিকশনের আদলে। লেখক ইমরান রাইহান এই ব্যাপারে মুন্সীয়ানা দেখিয়েছেন সেটা আমি বলতে পারি। ফিকশনের আদলে লেখা বলে পড়তে একটুও বিরক্তি ধরেনি। কিন্তু মাঝে হালকা রিডার্স ব্লকের ভাব আসায় আর একইসাথে আরো দুইটা বই পড়ায় শেষ করতে ১১ দিন লাগে। কিন্তু বইটা এক বসাতেই শেষ করার মতো।

ইতিহাসের বই তাও আবার ক্রুসেডের মতো এক ধর্মযুদ্ধ নিয়ে, সেখানে থ্রিলার পার্ট চলে আসে যখন দৃশ্যপটে আসে যুদ্ধের বিবরণ। সেগুলোও খুব চমৎকার ভাবে লিখেছেন লেখক। টানটান উত্তেজনা নিয়ে পড়েছি যুদ্ধের বিবরণ গুলো। মাঝে মাঝে নিজেই "ইয়েস" বলে উঠেছিলাম পড়তে গিয়ে। এতোই সাবলীল ও অসাধারণ হয়েছে যুদ্ধের দৃশ্য ও ঘটনার বর্ণনা।

লেখায় এক বা দুই জায়গায় বানান ভুল চোখে পড়েছিল। সেটা আহামরি বড় ব্যাপার না।

এবার আসি বইটার সম্বন্ধে আমার আরেকটা সবচেয়ে প্রিয় বিষয় নিয়ে। সেটা হলো বইয়ের প্রচ্ছদ। সবুজে-সবুজে ভরা প্রচ্ছদটা এতো সুন্দর, মাশা আল্লাহ এত্তো সুন্দর, যে কেউ যদি ইতিহাসের বই নাও পড়েন তবু বলব এই প্রচ্ছদ দেখতে কিনে ফেলেন। লস হবে না। এতো সুন্দর প্রচ্ছদ যে বলার বাইরে।

সবশেষে এটাই বলব, বইটার কভার যেমন মারাত্মক, ভিতরের ইতিহাসও তেমনই। যেটা সত্য ইতিহাস। যা পড়লে মনে হবে আরে এতো আজকের জামানায় সেই ১০৯৬ সালের আদলে। কিভাবে সম্ভব? একই ভুল করছে মুসলিম শাসকেরা, একইভাবে জেরুজালেম দখলের পায়তারা চলছে। জেরুজালেম সবার লোভের বস্তু, তিন আবরাহামিক ধর্মের উদ্ভবের পর থেকে।

বইটা পড়ে আপনি দুশ্চিন্তায় পড়বেন, খানিক আনন্দ পাবেন, ক্রুসেডারদের পাশবিকতায় শিউরে উঠবেন আর বার বার ভাববেন, এ যেন আজকের দিনের প্রতিচ্ছবি হাজার বছর আগের আয়নায়। কিংবা উল্টোটা।

Comments

Popular posts from this blog

সাজিয়ে ফেলুন জিলহজ্জের প্রথম দশদিন

  সাজিয়ে ফেলুন  জিলহজ্জের প্রথম দশদিন Plan your first decade of Dhul Hijjah #Spiritual  দেখতে দেখতে চলে আসছে জিলহজ্জ্ব মাস। চাঁদ দেখার উপর নির্ভর করে এই মাস জুনের ৭ নাকি ৮ তারিখে শুরু হতে যাচ্ছে। জিলহজ্জ্ব বা যুল হিজ্জার প্রথম দশদিনের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে কুর'আন ও হাদিসের বহু জায়গায় বলা হয়েছে। এই দশ দিনের মর্যাদা খুব ছোট করে উল্লেখ করছি। জিলহজ্জ্ব মাসের প্রথম দশ দিনের মর্যাদা: সুরা আল-ফাজরের শুরুতেই আল্লাহ তা'য়ালা দশ রাতের কসম খেয়ে বলেছেন, কসম ভোরবেলার, কসম দশ রাতের। (সুরা ফাজর, আয়াত ১,২) ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু, কাতাদা ও মুজাহিদ প্রমুখ তাফসিরবিদদের মতে, এই দশ রাত বলতে জিলহজ্জ্ব মাসের প্রথম দশদিন বোঝানো হয়েছে।  হাদিসের ভাষায় এই দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। হাদিসে এসেছে, এদিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোন দিন নেক আমল করা আল্লাহর নিকট এত উত্তম নয়, অর্থাৎ জিলহজের দশ দিন। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও ...

বই রিভিউ #০১: সংশয়বাদী

  বই রিভিউ #০১ বই:সংশয়বাদী লেখক: ড্যানিয়েল হাকিকাতযু    বই: সংশয়বাদী লেখক: ড্যানিয়েল হাকিকাতযু অনুবাদ: আসিফ আদনান প্রকাশনী: ইলমহাউজ পাবলিকেশন পৃষ্ঠা: ২৬৫ আজকের দিনে আমাদের চারপাশে দেখলে দেখব বিভিন্ন মত, আদর্শের (ideology) র জগাখিচুড়ি। এতোশত "Ism" যে গুণে শেষ করা দায়। Ism এর লেজ লাগানো শব্দগুলো কিন্তু আবার খুব eye catching। যেমন Feminism, Liberism, Harm principle, Nihilism, Modernity ইত্যাদি ইত্যাদি। আমরা কেবল এইসব চটকদার শব্দের উপরের মোড়ক দেখে ভাসাভাসা বুঝে স্রোতের সাথে গা ভাসিয়ে হয়ে যায় এইসব মতাদর্শী। আর এই প্রত্যেকটা মতই একেকটা ideology নিয়ে ঘুরে। পুরো একটা দর্শন, একটা worldview দেয়। কিন্তু আমরা ভাবি এইগুলো কেবল কিছু "ভালো" আদর্শ। মামুলি ব্যাপার!   প্রতিটা "ism" যেহেতু একেকটা worldview দেয় আর ওদিকে ইসলাম একটা পরিপূর্ণ দ্বীন বা worldview, তাই ইসলামের সাথে এইসব "ism" এরই দ্বন্দ্ব বাঁধে। কারণ "ism" গুলোকে যতোই নিদেনপক্ষে নিরীহ লাগুক না কেন, আসলে সেগুলো পুরো দুনিয়ার প্রতিটা মানুষের মেনে নেওয়ার দাবি করে। এদিকে জীবনের প্রতিটা ছোট-বড় কাজ, রা...

বই রিভিউ #২৮: নারী সাহাবিদের জীবনাদর্শ

বই রিভিউ #২৮ বই: নারী সাহাবিদের জীবনাদর্শ  লেখক:  মাওলানা আবদুস সালাম নদভি রহ,                   সাইয়েদ সুলাইমান নদভি রহ বইঃ নারী সাহাবিদের জীবনাদর্শ  লেখকঃ মাওলানা আবদুস সালাম নদভি রহ,                সাইয়েদ সুলাইমান নদভি রহ প্রকাশনীঃ ইত্তিহাদ পাবলিকেশন পৃষ্ঠাসংখ্যাঃ ১৪৪ মুদ্রিত মূল্যঃ ২৮০ টাকা  পুরুষ সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহুমদের নিয়ে কতশত বই। তাঁদের জীবন থেকে উৎসারিত আদর্শ নিয়ে লেখা কত রচনা আছে, কতো বয়ান আছে। এসবের মাঝে এক কোমল নারীমন নিশ্চয় খোঁজে নারী সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহুন্নাদের নির্মল,শুভ্রতার গল্প শুনতে? বই সম্পর্কেঃ  উসওয়ায়ে সাহাবার মতো বই লেখার পর মাওলানা আবদুস সালাম নদভি রহ নারী সাহাবিদের জীবনগাঁথা নিয়ে স্বতন্ত্র এক বই লেখেন। সেই বইই আমাদের হাতে অনুবাদ করে তুলে দিয়েছে ইত্তিহাদ পাবলিকেশন "নারী সাহাবিদের জীবনাদর্শ" শিরোনামে। দূরদর্শী দুই লেখক বিংশ শতাব্দী অর্থাৎ একশ বছর আগেই নারী সমাজে অমুসলিমদের হস্তক্ষেপে ইসলামের শিক্ষার শিকড় থেকে ছিটকে যাওয়ার প্রবণতা লক্ষ্য ...