Skip to main content

Posts

Showing posts from October, 2025

বই রিভিউ #২৯: দ্বীনের পথে যাত্রা

 বই রিভিউ #২৯ বই: দ্বীনের পথে যাত্রা লেখক: মাওলানা তানজীল আরেফীন আদনান বইঃ দ্বীনের পথে যাত্রা  লেখকঃমাওলানা তানজীল আরেফীন আদনান প্রকাশনীঃ উমেদ প্রকাশ পৃষ্ঠাসংখ্যাঃ ১২৮ মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা দ্বীনে ফিরে অনেকে বোঝেনা তার পরবর্তী দায়িত্ব কি হবে, এখন তার কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত। আশেপাশে সৎ সঙ্গ না থাকার দরুন, কোনো সুপারভাইজার না পাওয়ায় ও নিজের চারপাশটা দ্বীন পালনের প্রতিবন্ধক হওয়ায় সে পায় না কোনো গাইডলাইন।এই গাইডলাইনের অভাবে অনেকে তাদের জীবন-বসন্তের আকাশচুম্বী জযবাকে রাখে অনিয়ন্ত্রিত। কেউবা তার ভিতরের সম্ভাবনাকে করে নষ্ট। এভাবে এক সময় সে হারিয়ে ফেলে বহু মূল্যবান সেই "হেদায়েত"। সে আবার ফিরে যায় তার সেই অন্ধকারাচ্ছন্ন জাহেলি জীবনে।  তাই দ্বীনে ফেরা ভাই-বোনদের তরে কলম ধরেছেন পরিচিত লেখক মাওলানা তানজীল আরেফীন আদনান। প্রাঞ্জল ভাষায়,সাবলীল ভঙিমায় বলেছেন কি হবে একজন হেদায়েত-প্রাপ্ত বান্দার পরুবর্তী মিশন। এভাবেই জন্ম হয়েছে "দ্বীনের পথে যাত্রা" বইয়ের। বইয়ের বিষয়গুলোর ধারাবাহিকতা চমৎকারভাবে ধরে রাখা। তাই প্রথমেই এসেছে তাওবার ব্যাপারে আলোচনা- এর পথে অলসতা ও ঢিলেমীসহ নানা প্রত...